মেঘালয়ে মমতা। সঙ্গে অভিষেক। এই প্রথম বাংলার বাইরে কোনও সফরে তাঁরা দু জন একসঙ্গে। তিন দিনের সফরে সোমবার শিলংয়ে পৌচ্ছেছেন তৃণমূল নেত্রী। আগামী বছর ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা ভোট। তার আগে মমতার এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে দাবি রাজনৈতিক মহলের। উত্তর-পূর্বের এই দুটি রাজ্যের দায়িত্ব রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। ত্রিপুরায় পুরসভার ভোটে তৃণমূল লড়াই করেছিল। বিধানসভা ভোটে এখনও অভিষেক হয়নি। আর মেঘালয়ে বিধানসভা ভোটে না লড়েও রাজ্য়ে বিরোধীদল বাংলার তৃণমূল। ওই রাজ্য়ে কংগ্রেস ভেঙে ১১ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। আর সেই কারণে মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল এখন বাংলার শাসক দল। এই পরিস্থিতিতে এদিন শিলং বিমানবন্দরে মমতাকে স্বাগত জানান তৃণমূল সমর্থকরা। বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম মেঘালয় সফর। বিমানবন্দরে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস দেখে আপ্লুত মমতা।
দলের পক্ষ থেকে মঙ্গলবারের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূলের রাজ্য সম্মেলন হবে। সেখানে থাকবেন মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে ও বিধানসভার দলনেতা মুকুল সাংমা। আরও একটি সামাজিক অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা তাঁদের।
এবার মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সফরসঙ্গী হিসেবে অভিষেক। অভিষেকের সঙ্গে এই সফরে আছেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াও।