Mamata Banerjee on Maharashtra Crisis: 'গণতন্ত্রকে বুলডোজ করা হচ্ছে', মহারাষ্ট্র নিয়ে বিজেপিকে তোপ মমতার

Updated : Jun 30, 2022 18:14
|
Editorji News Desk

মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের মধ্যেই এবার বিজেপির তীব্র সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর অভিযোগ, গণতন্ত্রকে ‘বুলডোজ’ করতে চাইছে বিজেপি(BJP)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পাশে দাঁড়িয়ে মমতা গেরুয়া শিবিরকে সরাসরি আক্রমণ করে বললেন, ‘‘অনৈতিক ও অসাংবিধানিক ভাবে মহারাষ্ট্রে সরকার(Maharastra Crisis) ফেলার চেষ্টা করছে বিজেপি।’’ তাঁর দাবি, ‘‘এই কাজে বিজেপি ব্যবহার করছে মানি-মাসল আর মাফিয়া শক্তি।’’  

এদিকে, মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এখনও কাটেনি সরকারের জট। এরই মধ্যে নতুন দাবি করেছেন শিবসেনার(Shiv Sena) বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। তিনি দাবি করেছেন, শিবসেনার প্রকৃত নেতা তিনিই। শিবসেনার যে রাজনৈতিক আদর্শ থাকার কথা, তা অনুসারে বিজেপি-র সঙ্গেই শিবসেনার(Shiv Sena) প্রকৃত জোট হওয়ার কথা। এই পরিস্থিতিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত(Sanjay Raut) বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে বার্তা দেন। এহেন পরিস্থিতিতে এবার মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। 

আরও পড়ুন- ED summoned Rujira:কয়লাকাণ্ডে ইডির তলব পেয়ে সন্তান কোলে সিজিও কমপ্লেক্সে অভিষেক-পত্নী রুজিরা 

বৃৃহস্পতিবার মমতা আরও বলেন, ''রাষ্ট্রপতি নির্বাচন(President Election 2022) আছে। ১ লাখ ভোটে পিছিয়ে আছে ওরা (বিজেপি)। তাই তারা এই সময়কে বেছে নিল। সিবিআই কেসে(CBI Case) সবাইকে অ্যারেস্ট করাচ্ছে। যদিও আমাদের পার্টের ২০০ জনকে নোটিশ দিয়েছে। টাকার কোনো লিমিটেশন নেই। এটা কি কোনও দুর্নীতি নয়?'' 

বাংলার মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে অসমের বন্যা-প্রসঙ্গও(Assam Flood 2022)। ঘটনাচক্রে বন্যাবিধ্বস্ত অসমের পাঁচ তারা হোটেলেই আপাতত ঘাঁটি গেড়ে রয়েছেন বিদ্রোহী শিবসেনা বিধায়করা(Shiv Sena)। মমতা বলেন ‘‘ওখানে একটা বিরাট ফ্লাড হয়েছে। কেন্দ্রীয় সরকার ওদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার বদলে কেন বিরক্ত করছে? বিধায়ক কেনাবেচা করতে তাঁদের সবাইকে অসম(Assam) পাঠিয়ে দেওয়া হল।’’ কটাক্ষ করে মমতা বলেন, ‘‘অসমের বদলে বাংলায় পাঠাতে পারতেন। আমরা ভাল আতিথেয়তা করতাম। গণতন্ত্রকে রক্ষা করতাম।’’

Mamata Banerjeemamata attacks bjpShiv SenaMaharastra

Recommended For You

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে