রাহুল গান্ধীর (Rahul Gandhi) ইডি জেরার নিন্দায় সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে ১৭ দলের বৈঠকের শুরুতেই ইডির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে রাহুলের পাশে দাঁড়ান মমতা। তবে কি দূরত্ব ঘুচিয়ে আরও একবার কাছাকাছি তৃণমূল এবং কংগ্রেস? রাজনৈতিক মহলে ফের জল্পনা শুরু।
ন্যাশনাল হেরাল্ড (National Herald case) মামলায় টানা তিনদিন রাহুল গান্ধীকে ৯-১০ ঘণ্টা জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আবার শুক্রবার তাঁকে ডাকা হয়েছে।
Mithun Chakraborty: ৭২-এ 'ডিস্কো ড্যান্সার', মিঠুনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল
রাহুলকে ইডির এই লাগাতার হেনস্তার প্রতিবাদে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। সূত্রের খবর, ইডির জেরার মুখে রাহুল জানিয়েছেন, ইয়ং ইন্ডিয়া সংস্থা থেকে এক টাকাও নেননি তিনি।
তবে রাহুলের ইডি জেরা ফের একবার তৃণমূল এবং কংগ্রেসকে কাছাকাছি আনছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি, কংগ্রেস এবং রাহুল গান্ধীর নেতৃত্বের তুমুল সমালোচনা করেছিল তৃণমূল। তারপরই আবার মমতার ডাকা বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি পাঠানো এবং সেই বৈঠকেই রাহুলের ইডি জেরা নিয়ে তৃণমূল সুপ্রিমোর সরব হওয়াকে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।