আজমেঢ় শরীফের পর পুষ্করধামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সেখানে ব্রহ্ম মন্দিরের গর্ভগৃহে যান তিনি। পুষ্করধামেও তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। মন্দিরে পুজো দিয়ে নিজের হাতে আরতিও করেন মমতা।মন্দির ঘুরে দেখার পর পুরোহিতদের থেকে ব্রহ্ম মন্দিরের ইতিহাস জানেন বাংলার মুখ্যমন্ত্রী(West Bengal CM)।
আজমেঢ় শরীফের(Ajmer Sharif Dargah) মতো পুষ্করেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মন্দির চত্বরে মোতায়েন ছিল রাজস্থান পুলিশের(Rajasthan Police) বিশেষ টিম। নিরাপত্তাজনিত কারণে এদিন কোনও সাধারণ নাগরিককে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
মঙ্গলবার প্রথমে আজমেঢ় শরীফের যান মমতা(Mamata Banerjee)। সোমবার দিল্লি যাওয়ার আগেই তিনি আজমেঢ় এবং পুষ্করে যাওয়ার কথা জানান। এদিন তাঁকে দেখতে দরগায় ভিড় করেন অসংখ্য মানুষ। রাজস্থান সরকারের(Rajasthan Govt) তরফে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আজমেঢ় শরীফ চত্বর(Ajmer Sharif Area)। মুখ্যমন্ত্রীর আজমেঢ় শরীফ ও পুষ্করের যাত্রাপথের পুরোটাই নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজস্থান পুলিশের(Rajasthan Police) বিশেষ টিম।