কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) কেন্দ্রীয় বাজেট পেশ করার খানিকক্ষণের মধ্যেই তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম (TMC) তথা পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা।
মমতা লিখেছেন, সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই কেন্দ্রীয় বাজেটে।।যাঁরা করোনা (Coronavirus) অতিমারীর সময়ে বেকারি এবং মুদ্রাস্ফীতির আঘাতে জেরবার, তাঁদের কথা ভাবাই হয়নি।
আরও পড়ুন: Budget 2022: এবার বাজেট আগামী ২৫ বছরের ব্লু-প্রিন্ট, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
মমতার কটাক্ষ, পেগাসাস (Pegasus) থেকে নজর ঘোরাতেই এমন বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বড় বড় কথা বলা ছাড়া এই বাজেট থেকে প্রাপ্তি শূন্যের কোঠায়'।