সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Naredra Modi) সংসদীয় কেন্দ্র বেনারসের (Varanasi) হতে চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) প্রস্তাবিত বঙ্গভবন (Bangabhavan)। সূত্রের খবর, এই ব্য়াপারে রাজ্য়ের পূর্ত দফতরকে (PWD) কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকেই বেনারসে বঙ্গভবন তৈরির ব্যাপারে পূর্ত দফতরকে সবুজ সংকেত দেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (H K Divedi)।
গত উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বিধানসভা ভোটে বেনারসে প্রচারে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তখনই বেনারসে একটি বঙ্গভবন তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। সূত্রের খবর, প্রস্তাবিত এলাকা হিসাবে বিশ্বনাথ মন্দির- (Viswanath Temple) থেকে কয়েক কিলোমিটার দূরত্বের মধ্যে একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে।
নবান্ন সূত্রে দাবি, এক একরের খানিক কম জমির উপরেই গড়ে উঠবে প্রস্তাবিত এই বঙ্গভবন। তবে এই বাড়ি তৈরি করতে কত খরচ হবে তা এখনও চূড়ান্ত হয়নি। কারণ, পুরো খরচ দাঁড়িয়ে আছে চূড়ান্ত নকশার উপরেই। বেনারসে বহুতল নির্মাণের জন্য ফ্লোর এরিয়া রেসিও কত তা জানার জন্য ইতিমধ্যেই সরকারিভাবে স্থানীয় পুর নিগমের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে।
শুধু তাই নয় ইতিমধ্যেই পূর্ত দফতরের আধিকারিকরা ও বেনারসের প্রস্তাবিত জমি পরিদর্শন করে এসেছে বলে নবান্ন সূত্রে খবর। প্রস্তাবিত বঙ্গভবন তৈরির জন্য ফ্লোর এরিয়া কত প্রয়োজন তার উত্তর এলেই নকশা প্রস্তুত করবে রাজ্য পূর্ত দফতর। যদিও এই নকশার কাজ তৈরিতে খুব একটা বেশি সময় লাগবে না বলেই দাবি পূর্ত দফতরের আধিকারিকদের।
নবান্ন সূত্রে দাবি, বেনারসে কোচবিহারের রাজাদের একটি সম্পত্তি রয়েছে। বাঙালিটোলার কাছে রয়েছে প্রাসাদ, হাওয়া মহল। এই বিশাল রাজপ্রাসাদের মধ্যে পাঁচটি শিব মন্দির, দুটি কালী মন্দির, রাধাগোবিন্দের মন্দির, বৃদ্ধাবাস ছাড়াও প্রায় এক একর ফাঁকা জমি রয়েছে। এই জমিতেই রাজ্যের প্রস্তাবিত নয়া বঙ্গভবন তৈরির প্রস্তাব রয়েছে রাজ্য সরকারের।