স্ত্রীকে হত্যা। মৃত স্ত্রীর সঙ্গে শিশুকে ফেলে চম্পট। এরপর মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এমনই ঘটনা দিল্লি এনসিআরে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি গৌরব শর্মা আগ্রার বাসিন্দা। ছয় মাস আগে পরিবারের সঙ্গে গুরুগ্রামের DLF Phase থ্রি-তে থাকতে শুরু করেন।
Leh Mask Rule: লেহ-তে ফিরল মাস্ক, ভিড় ও জমায়েতে নিষেধাজ্ঞা স্থানীয় প্রশাসনের
পুলিশ জানিয়েছে, স্ত্রীকে হত্যা করে, নিজের ছেলেকে তালা বন্ধ করে ওই বাড়িতে রেখে বেরিয়ে আসেন ওই ব্যক্তি। গুরুগ্রাম থেকে গাজিয়াবাদ দিল্লি মেট্রোতেই আসেন তিনি। ১ জানুয়ারি কৌশাম্বি মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গৌরব। সোমবার ভোর রাতে গুরুগ্রামের DLF ফেস থ্রি-তে একটি বাড়ির ভিতর শিশুর কান্নার শব্দ শুনে পুলিশ আসে। তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।