আইপিএল জ্বরে কাঁপছে সারা দেশ। এগিয়ে আসছে এই মরশুমের ফাইনাল ম্যাচ। এরই মাঝে সামনে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা।
আইপিএল খেলোয়াড়ের পরিচয় দিয়ে এক মহিলা ক্রিকেটার এবং তাঁর বন্ধুর কাছ থেকে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ২৪ বছর বয়সি এক তরুণের বিরুদ্ধে।
মহিলা ক্রিকেটারকে রঞ্জি দলে সুযোগ দেওয়ার এবং তাঁর বন্ধুটিকে স্টেট ব্যাঙ্কে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল অভিযুক্ত। নাম গগন শর্মা। গগনকে গ্রেফতার করেছে পুলিশ।