দিল্লির পর বিহার (Bihar) । ফের পথ কুকুরকে (Dog allegedly raped) ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ইতিমধ্যেই ওই বীভৎস ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে । ঘটনা সামনে আসতেই সরব হয়েছে নেটাগরিকরা । অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ।
ফুলওয়ারী শরীফের ফয়সাল কলোনিতে ঘটনাটি ঘটেছে । হোলির দিন অর্থাৎ ৮ মার্চ ওই কুকুরটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার মধ্যেই কুকুরটির উপর অত্যাচার চালাচ্ছে ওই ব্যক্তি। ঘটনায়, এক স্বেচ্ছাসেবী সংস্থা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
আরও পড়ুন, Adhir Chowdhury: 'দিদি ও মোদী চুক্তি করেছেন', তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ অধীর চৌধুরীর
পটনা পুলিশের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন । তদন্ত শুরু হয়েছে । আইপিসি ও পশু আইনে ব্যবস্থা নেওয়া হবে । উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে দিল্লিতেও কুকুরের উপর এমন অত্যাচারের ঘটনা সামনে এসেছিল । একের পর এক এমন ঘটনা ঘটায়, বেশ চিন্তায় পড়েছেন পশুপ্রেমীরা ।