পাতালঘর। না শুধু ঘর নয়, মাটির নিচে আস্ত দোতলা বাড়ি। এমনই এক আশ্চর্য পাতালঘর রয়েছে উত্তরপ্রদেশের হরদোই জেলায় (Hardoi District)। ইরফান আহমেদ (Irfan Ahmed) নামে ব্যক্তি গত ১২ বছর ধরে ধীরে ধীরে এই বাড়িটি তৈরি করেছেন। একতলা নয়, সেই বাড়ি আবার দোতলা। তার মধ্যে আছে ১১টি ঘর। জানা গিয়েছে, ওই ব্যক্তির ফকির, নাম পাপ্পু বাবা। স্থানীয়রা তাঁকে ইরফান নামেও চেনেন। একটি কোদাল আর একটি বেলচা নিয়ে এই অসম্ভবকে সম্ভব করেন ইরফান।
দীর্ঘ ১২ বছরের প্রচেষ্টায় ইরফান নিজের হাতে মাটি কেটে এই দোতলা বাড়িটি তৈরি করেছেন। যার মধ্যে একটি মসজিদও তৈরি করেছেন তিনি। ওই প্রার্থনাস্থলে দিনের ৪-৫ ঘণ্টা কাটায় হিসেবে ব্যবহার করা হয়। মক্কা-মদিনার ধাঁচে তৈরি হয়েছে তাঁর ওই ঘরগুলি। আর দেওয়ালগুলি তেরঙা রঙে খোদাই করা হয়েছে।
আরও পড়়ুন: ইন্ডিয়া বৈঠকে যোগ দিয়ে মুম্বইয়ে মমতা, বৃহস্পতিবার সামনে আসতে পারে লোগো
২০১১ সাল থেকে এই ঘর তৈরির কাজ শুরু করেন ইরফান। এর আগে দিল্লিতে টেলরের কাজ করতেন। হরদোই জেলায় শাহাবাদে এসে কাউন্সিলার নির্বাচনে দাঁড়িয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। এরপর থেকেই এই কাজ শুরু করেন তিনি। স্থানীয়রা একে বলে, পাপ্পু বাবার গুহা। গুহার আদলেই বানানো এই বাড়ি। দূর দূর থেকে লোকজন এই আশ্চর্য বাড়ি দেখতে আসেন।