প্রেমিকার সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল বন্ধুর। যা মোটেই ভাল চোখে দেখতেন না সঞ্জয় নামের এক যুবক। সেই বিতৃষ্ণা এমন জায়গা পৌছে গেল যে, বন্ধুকে খুন করে নর্দমার পাইপের মধ্যে ফেলে রাখলেন তিনি। ঘটনাটি ঘটেছে দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায়। জানা গিয়েছে গত ২১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন গান্ধী নগরের বাসিন্দা মণীশ ওরফে বিষ্ণু নামে এক যুবক। পরের দিন মণীশের বাবা নিখোঁজ ডায়েরি দায়ের করেন থানায়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। মণীশের কল রেকর্ডস খতিয়ে দেখে দুই যুবকের বিষয়ে জানতে পারেন তদন্তকারীরা।
কলকাতায় শেয়ার বাজারের সঙ্গে যুক্ত সঞ্জয়কে রাজস্থান থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গত ২১ অক্টোবর দেখা করার জন্য মণীশকে ডেকে পাঠান সঞ্জয়। সঙ্গে এক প্রতিবেশি যুবককেও ডেকে পাঠানো হয়। দেখা করার পর মণীশকে মদ্যপান করানো হয়। তারপর তাঁকে শ্বাসরোধ করে খুন করে দেহটি নর্দমার পাইপে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।