ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন মানিক সাহা(Manik Saha)। বিজেপির রাজ্যসভার সাংসদ(BJP MP) মানিক হলেন ত্রিপুরার একাদশতম মুখ্যমন্ত্রী। রবিবার ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির এই চিকিৎসক-সাংসদ। তবে বিপ্লব দেবের(Tripura CM Biplab Deb) মন্ত্রিসভার অনেকেই এই শপথ অনুষ্ঠানে গরহাজির ছিলেন।
দিল্লির নেতাদের এই পছন্দকে অবশ্য় আগরতলায় (Agartala) মেনে নিতে পারেনি আদি বিজেপির একাংশ। ফলে, শনিবার পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সামনেই একপ্রস্থ নাটক (Drama) হয়ে গেল। যেখানে প্রতিবাদ, বিক্ষোভের সঙ্গেই বেরিয়ে এল ত্রিপুরা বিজেপির কোন্দলের (Infighting) চিত্র। অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই নতুন মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিলেন রাজ্যেরই কারামন্ত্রী রামপ্রসাদ পাল।
আরও পড়ুন- Tripura Manik Contro : নতুন মানিকের হাতে পুরনো ত্রিপুরা, মুখ্যমন্ত্রীর নাম শুনে বিক্ষোভ বিক্ষুব্ধদের
পেশায় দন্ত-চিকিৎসক মানিক সাহা আগে কংগ্রেসে(Tripura Congress) ছিলেন। বিপ্লব দেব(Biplab Deb) মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর হাত ধরেই ত্রিপুরা বিজেপিতে আগমন মানিকের(Manik Saha)। এরপর অল্পদিনের মধ্যেই ত্রিপুরা বিজেপির সভাপতি হন মানিক সাহা। সেই মানিককেই এবার মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করায় শনিবার ক্ষোভে ফেটে পড়েন আদি বিজেপির একাংশ।