কীভাবে এবং কেন জ্বলছে মণিপুর (Manipur), তা একবার নিজের চোখে দেখে আসা উচিত প্রধানমন্ত্রীর। বুধবার রাষ্ট্রমন্ত্রীর (President Of India) কাছে মণিপুর হিংসা নিয়ে অভিযোগ জমা দেওয়ার পর এই দাবি, বিরোধী ইন্ডিয়া (India) জোটের। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে (Mallikarjun Kharge) জানিয়েছেন, তাঁরা মণিপুর সম্পর্কে রাষ্ট্রপতিকে জানিয়েছেন। ওই রাজ্যের মহিলাদের উপর কীভবে অত্যাচার করা হচ্ছে, সেই ব্যাপারেও জানানো হয়েছে।
এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে দেখা করতে যান বিরোধী জোটের প্রতিনিধিরা। সেই দলেই ছিলেন সম্প্রতি মণিপুর থেকে ঘুরে আসা ইন্ডিয়ার ২১ প্রতিনিধিও। মূলত তাঁরাই রাষ্ট্রপতিকে মণিপুরে কী চলছে, তা নিয়ে বিস্তারিত জানান। তাঁরা দাবি করেন, অবিলম্বে ওই রাজ্য থেকে ঘুরে আসা উচিত প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন : মণিপুর নিয়ে কেন্দ্রকে আরও চাপে রাখতে চায় বিরোধী জোট INDIA, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ আজ
মঙ্গলবারই সুপ্রিম কোর্ট জানিয়েছিল মণিপুরে কোনও আইন নেই। রাজনৈতিক মহলের মতে, তারপরের দিনে ওই রাজ্যে প্রধানমন্ত্রীকে যাওয়ার অনুরোধ করলেন বিরোধীরা। এদিন রাষ্ট্রপ্রতি ভবনে ইন্ডিয়া প্রতিনিধিদের মধ্যে ছিলেন এনসিপি নেতা শরদ পওয়ার, তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, এনসি নেতা ফারুক আবদুল্লার মতো নেতারা।