মনিপুরে হিংসা থামার কোনও চিহ্নই নেই। গত ১১ জানুয়ারি বিষ্ণুপুর জেলা থেকে নিখোঁজ হয়েছিলেন চারজন৷ তাঁদের তিনজনের প্রাণহীন দেহ উদ্ধার হয়েছে।
মৃতরা সকলেই মেইতেই জনগোষ্ঠীর মানুষ৷ পুলিশের অনুমান, সশস্ত্র গোষ্ঠীর লোকজন তাঁদের অপহরণ করেছিল।
হিন্দুস্তান টাইমসকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যাঁদের দেহ উদ্ধার হয়েছে তাঁদের মধ্যে একজন বাবা এবং তাঁর ছেলে রয়েছেন।
যাঁদের দেহ উদ্ধার হয়েছে তাঁরা হলেন ৫৩ বছর বয়সী থউদাম ইবোমচা, তাঁর ২৭ বছর বয়সী ছেলে থউদাম আনন্দ এবং ৪৫ বছর বয়সী ওইনাম রোমেন৷ ৫৫ বছর বয়সী আহানথেম দারা এখনও নিখোঁজ। তাঁর খোঁজ চলছে।
এই চারজন চুঁয়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার সীমান্তের পাহাড়ি এলাকায় কাঠ কাটতে গিয়েছিলেন৷ সেখান থেকে তাঁদের অপহরণ করা হয়।