এক সেনা জওয়ানকে গুলি করে খুনের (Army Jawan death) অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে । ছত্তিশগড়ের (Chattishgarh) কানকের জেলার ঘটনা । জানা গিয়েছে, ওই জওয়ানের স্ত্রী গর্ভবতী । তাই কয়েকদিনের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি । কিন্তু,সেখানেই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ।
জানা গিয়েছে, স্থানীয় বাজারে গিয়েছিলেন ওই সেনা জওয়ান । সেই সময় গ্রামবাসীর ছদ্মবেশে থাকা মাওবাদীরা তাঁকে খুব কাছ থেকে গুলি করে বলে অভিযোগ । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন জওয়ান । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । জানা গিয়েছে, ওই এলাকাটি মাওবাদী অধ্যুষিত বলেই পরিচিত । কিন্তু, এর আগে কোনওদিন এমন ঘটনা ঘটেনি ।
আরও পড়ুন, Child Death At kolkata: অ্যাডিনোয় রক্ষে নেই নিউমোনিয়া দোসর, শহরে আরও পাঁচ শিশুর মৃত্যু
উত্তর পূর্বে পোস্টিং ছিলেন ওই জওয়ানের । পুলিশের অনুমান, সম্ভবত আর্মির ওই জওয়ানকে সিআরপিএফ বলে ভুল করেছিল মাওবাদীরা । তাঁর কথায়, সেনার উপর সাধারণত আক্রমণ করে না মাওবাদীরা ।