সোমবার উপ-রাষ্ট্রপতি মনোনয়ন জমা দিয়েছিলেন এনডিএ পদপ্রার্থী জগদীপ ধনখড়। মঙ্গলবার দিল্লিতে মনোনয়ন জমা দিলেন ইউপিএ প্রার্থী ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী মার্গারেট আলভা। গত রবিবার আলভার নাম ঘোষণা করেছিল বিরোধী শিবির। এদিন আলভার মনোনয়নে হাজির ছিল ডান-বাম সব দল। তবে ঘোষণা মতো ছিল না তৃণমূল কংগ্রেস। প্রার্থীর সঙ্গেই যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতো নেতারা।
গত শনিবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমে চমক দেয় এনডিএ শিবির। বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম তারা ঘোষণা করে। লড়াই জমিয়ে দিতেই পরের দিনেই ইন্দিরা জমানার কেন্দ্রীয়মন্ত্রী মার্গারেট আলভার নাম ঘোষণা করে বিরোধীরা। যদিও সেই বৈঠকে ছিল না তৃণমূল কংগ্রেস। ৬ অগাস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন।
বরাবর কংগ্রেস নেত্রী বলে পরিচিত মার্গারেট আলভা। সত্তরের দশকে ভারতীয় রাজনীতিতে অভিষেক। তার নেহরু-গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিতি। তিন বারের রাজ্যসভার সাংসদ, একবার লোকসভার সাংসদ আলভা। কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদও সামলেছেন।