আর কয়েকদিন পরেই রাম মন্দিরের উদ্বোধন। তার জন্য এখন থেকেই দেশের একাধিক বাজার সেজে উঠেছে। বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন। দিল্লির খান মার্কেটে কীর্তনের ব্যবস্থা করেছে বাজার কমিটি।
সেজে উঠবে কন্নাট প্লেস
এছাড়াও সোমবার প্রায় ১ লাখ প্রদীপ দিয়ে সেজে উঠবে দিল্লির কন্নাট প্লেস। নতুন দিল্লি ট্রেডার্স অ্য়াসোসিয়েশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে ১১ কেজি লাড্ডু বিতরণেরও পরিকল্পনা করেছে তারা। একই চিত্র লখনউতে। সেখানেও একাধিক বাজারে রাম মন্দিরের আদলে বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে।
শপিং মলে কীর্তন
শুধু বাজার নয় একাধিক শপিং মলে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন পসরা নিয়ে বসেছেন দোকানদাররা। মুম্বই সহ একাধিক বড় শহরের শপিং মলগুলিতে কীর্তন, ভজন সহ বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে। এমনকি বড়বড় হোর্ডিংও টাঙানো হয়েছে।
Read More- দিল্লির বাংলো ছাড়লেন মহুয়া মৈত্র, তালা লাগালেন কেন্দ্রীয় দলের সদস্যরা
হেলিকপ্টার পরিষেবা
এদিকে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে উত্তরপ্রদেশ জুড়ে সাজো সাজো রব। লখনউ, বারাণসী, গোরখপুর, আগ্রা, মথুরা এবং প্রয়াগরাজ থেকে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে। ১১ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে ভাড়া রাখা হয়েছে।