কেবল স্বামীর পৈতৃক বাড়িতেই নয়, কর্মসূত্রে বাইরে থাকা স্বামীর ভাড়াবাড়িতেও থাকার অধিকার থাকতে পারে বিবাহিত মহিলাদের। বৃহস্পতিবার গার্হস্থ্য হিংসা মামলার একটি শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি বিভি নাগারত্নের ডিভিশন বেঞ্চ জানায়, বিবাহিতাদের সম্পত্তির অধিকারের বিষয়টি শুধু স্বামীর পৈতৃক বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না।
স্বামীর মৃত্যুর পর গার্হস্থ্য হিংসার অভিযোগ করে মামলা করেছিলেন এক মহিলা। তাঁর বসবাসের অসুবিধার কথাও আদালতকে জানিয়েছিলেন মহিলা। যার প্রেক্ষিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বহু ক্ষেত্রে দেখা যায় শ্বশুরবাড়ির বাইরে থাকা ভারতীয় মহিলাদের বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হতে হয়। তাই তাঁদের বসবাসের অধিকার বা সম্পত্তির অধিকার কেবল স্বামীর পৈতৃক সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
শীর্ষ আদালত জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ, চাইলে তাদের থেকে আলাদাও থাকতে পারবেন অভিযোগকারীনী। বসবাসের জন্য সাহায্যের আবেদনও করা যাবে।