ভয়াবহ বিস্ফোরণে ফের কেঁপে উঠল উপত্যকা। রবিবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ ভয়াবহ বিস্ফোরণ হল শ্রীনগরের জমজমাট বাজারে। ওই বিস্ফোরণে একজন মৃত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স ৭১ বছর। তিনি শ্রীনগরের পাশের এক এলাকার বাসিন্দা।
আহতদের শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। তদন্ত চলছে। টুইট করে এই হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।