দ্রুত গতিতে থাকা বিয়েবাড়ির বাস খাদে পড়ে মৃত্যু হল অন্তত ৭ জনের। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) চিতোরে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। দুর্ঘটনায়(Accident) জখম অন্তত ৪৫ জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে(Hospital)।
রবিবার ভোরবেলা বিয়ের অনুষ্ঠান। সকালে রওনা দিলে বিয়ের অনুষ্ঠানে(Marriage) আর যোগ দেওয়া যাবে না। তাই রাতেই রওনা দিয়েছিলেন অন্তত ৫২ জন। আনন্দে মশগুল যাত্রীরা মেতে ছিলেন হাসিঠাট্টা, গল্পগুজবে। কিন্তু বাকরাপেটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বাস পৌঁছনো মাত্রই ঘটে বিপত্তি। দ্রুতগতিতে চলা বাসটি (Bus) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার (Accident) খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান পুলিশ(Police) আধিকারিকরা। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ঘটনাস্থলে প্রাণ যায় অন্তত ৭ জনের। মৃতের(Dead) সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।