কিছুদিন আগেই একটা খবর শুনে হিংসে হয়েছিল অন্য সংস্থার কর্মীদের। মার্কিন মুলুকে কর্মরত মাইক্রোসফট কর্মীরা এবার যত খুশি ছুটির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু চরম উদ্বেগের খবরটা প্রকাশ্যে আসেনি তখনও। বড় ছাঁটাই-এর মুখে দাঁড়িয়ে বিল গেটস-এর সংস্থা। ১১ হাজার কর্মীকে বরখাস্ত করা হবে চাকরি থেকে। রয়টার্স এবং ব্লুমবার্গের তরফে সম্প্রতি এই খবর প্রকাশ্যে আনা হয়েছে।
Sujan Dasgupta Dies :'একেন বাবু'র বিদায়! প্রয়াত সাহিত্যিক সুজন দাশগুপ্ত, কলকাতার ফ্ল্যাটে মিলল দেহ
সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, সারা বিশ্বে মাইক্রোসফটের মোট কর্মীর ৫ শতাংশের কাজ যেতে চলেছে। মূলত কোপ পড়তে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং মানবসম্পদ বিভাগে কাজ করা কর্মীদের উপরেই।
গত বছরই প্রায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল অ্যামাজ়ন। ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা। আর টুইটারের মালিকানা পেয়েইইলন মাস্ক সংস্থার ৫০ শতাংশ কর্মীকেই পদত্যাগ করতে বাধ্য করেছিলেন।