বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টিতে নজর পড়েছে রেলমন্ত্রকেরও (Rail Ministry)। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বদলে ফেলা হল বন্দে ভারতের সাফাই ব্যবস্থা (Cleaning System)।
শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, বন্দে ভারতের সাফাই ব্যবস্থা বদলে ফেলা হল। এবার থেকে একজন রেল আধিকারিক ময়লা আবর্জনা সংগ্রহের জন্য একটি ব্যাগ নিয়ে ট্রেনের প্রত্যেকটি কোচে ঘুরবেন। যাত্রীদের সমস্ত আবর্জনা সেই ব্যাগে ফেলতে হবে। ট্রেনের মেঝেতে কোনও আবর্জনা পড়ে থাকলে সেটিও তুলে ওই ব্যাগে ভরে নিতে হবে।
আরও পড়ুন- 'দেশে বিভেদ ছড়ানোর চেষ্টা হচ্ছে', দেশবাসীকে সতর্ক করলেন স্বয়ং প্রধানমন্ত্রী
একই সঙ্গে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সাফাই কর্মী, প্রত্যেকটি আসনে গিয়ে গিয়ে যাত্রীদের নোংরা-আবর্জনা সংগ্রহ করে একটি ব্যাগে ঢোকাচ্ছেন যাতে ট্রেনটি পরিষ্কার থাকে।