১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি দিল্লির শাহবাদ ডেয়ারি পার্ক এলাকার। মঙ্গলবার রাতের ঘটনায় গ্রেফতার এখনও পর্যন্ত তিন। তবে তাদের এক সহযোগী পলাতক।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধের সময় বন্ধুদের সঙ্গে গল্প করছিল ওই কিশোরী। সেসময় পার্কে ঢোকে তিন যুবক। অভিযোগ, বন্ধুদের সামনেই ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
বিষয়টি জানাজানি হতেই পুলিশে অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। এবং জানা গেছে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
প্রশ্ন উঠছে বন্ধুদের সামনে এমন ঘটনা ঘটলেও কেন তারা প্রতিবাদ করল না। সূত্রের খবর, বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অভিযুক্তরা কিশোরীর পূর্ব পরিচিত কিনা সেটাও জানার চেষ্টা করছে পুলিশ।
ধৃত তিনজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। মাস খানেক আগে শাহবাদ ডেয়ারি এলাকাতেই একটি খুনের ঘটনা ঘটে। একজন কিশোরীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে সাহিল নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেই অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করা হয়।