পুনের ১৭ বছরের এক নাবালিকা গত ৬ বছর ধরে লাগাতার ধর্ষিত হয়ে আসছে তাঁর নিজের বাবা, কাকা এবং দাদুর কাছে, সম্প্রতি এমনই অভিযোগ জমা পড়েছে পুনে পুলিশের কাছে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার ৪৯ বয়সী বাবাকে। দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করে যেতে হয়েছে নির্যাতিতাকে।
কলেজে গিয়ে বিশাখা কমিটিকে এই ঘটনার কথা জানায় নির্যাতিতা, এরপর তারাই অভিযোগ জানায় পুলিশে। নাবালিকার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুনে পুলিশ। জানা যাচ্ছে, ২০১৬ থেকে ১৮ সাল পর্যন্ত মেয়েটির বয়স তখন মাত্র ১২-১৩। তখন ৩৩ বছরের কাকার ছেলে ১ বছর ধরে ধর্ষণ করে নির্যাতিতাকে। এরপর ৭০ বছর বয়সী দাদুর কাছেও নির্যাতিত হয় সে।
এদিকে, দেশ ডিজিটালাইজড হচ্ছে, তরতরিয়ে এগোচ্ছে প্রযুক্তি, নারী ক্ষমতায়ন নিয়েও লম্বা চওড়া পোস্ট সোশ্যাল মিডিয়ার দেওয়ালে প্রায়শই চোখে পড়ে। কিন্তু বাস্তবটা প্রদীপের তলার অন্ধকারের মতোই। মহারাষ্ট্রের পুনের হাড় হিম করা ঘটনায় প্রশ্ন উঠছে মেয়েরা বাড়িতেও কি নিরাপদ নয়?