তিন তলা বাড়ির ছাদ থেকে চার মাসের শিশুকে নীচে ছুড়ে ফেলল বাঁদর (Monkey threw 4 month old baby)। উত্তরপ্রদেশের বরেলির ডানকার ঘটনা। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায় (২৫) (Nirdesh Upadhyay)। শুক্রবার সন্ধ্যাবেলায় স্ত্রী-এর এবং তিনি চার মাসের ছেলেকে কোলে ছাদে ঘুরছিলেন। তখনই এক দল বাঁদর ছাদে এসে চড়াও হয়। বাঁদরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা।
Sonam Kapoor: বাড়ছে করোনার প্রকোপ, সাধের অনুষ্ঠান বাতিল করলেন সোনম কাপুর
বাঁদরগুলো নির্দেশকে ঘিরে ধরে। বাচ্চাটিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তখনই শিশুটি তাঁর হাত থেকে পড়ে যায়। তাকে তোলার চেষ্টা করলে শিশুটিকে ছোঁ মেরে নিয়ে যায় একটি বাঁদর। তার পর ছাদ থেকে নীচে ফেলে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।