তিন বছরের মেয়েকে খুন করে দেহ ট্রেন থেকে ছুড়ে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে, সঙ্গে ছিলেন প্রেমিকও। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার ঘটনা। অভিযুক্ত মহিলার নাম সুনীতা। পুলিশ সুনীতা এবং তাঁর প্রেমিক সানিকে গ্রেফতার করেছে।
অভিযুক্তরা মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে শ্রীগঙ্গানগর স্টেশন থেকে একটি ট্রেনে চাপেন। ফতুহি স্টেশনের আগে একটি সেতুর উপর দিয়ে ট্রেন যাওয়ার সময়ে দেহ চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেন সুনীতা এবং সানি।
কিন্তু পরিকল্পনা মাফিক দেহ জলে না পড়ে দেহ রেললাইনের কাছে পড়ে। মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের সময়, মেয়েকে খুন করার কথা স্বীকার করেন বলে পুলিশ সূত্রে খবর। এর পরই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সুনিতা এবং সানি একসঙ্গে থাকতেন। সুনীতার পাঁচ সন্তানের মধ্যে দুই কন্যাকে নিয়ে সানির সঙ্গে শাস্ত্রীনগরের একটি বাড়িতে থাকতেন সুনীতা। বাকি তিন সন্তান থাকত তাঁর স্বামীর সঙ্গে।