সাইকেল তাঁর বড়ই প্রিয়। ছোট বেলা থেকেই সাইকেলে করে দেশ বেড়ানোর শখ। সেই নেশা থেকেই এবার রেকর্ড গড়ে ফেললেন মহারাষ্ট্রের পুণে শহরের প্রীতি মাসকে। দুই সন্তানের মা, সম্প্রতি এক নজির তৈরি করেছেন। তিনি প্রথম মহিলা সাইক্লিস্ট যিনি লে থেকে মানালি পর্যন্ত এসেছে মাত্র ৫৫ ঘণ্টা ১৩ মিনিটে।
লে থেকে মানালির দূরত্ব ৪৮০ কিলোমিটার। সরকারি ভাবে জানানো হয়েছে, গিনেসবুকে নাম তুলতে যা যা করণীয় ছিল, তা-ই করছেন ৪৫ বছরের প্রীতি।
৬ হাজার কিলোমিটার রাস্তা জুডে় তৈরি আমাদের দেশে স্বর্ণ চর্তুভুজ। প্রথম মহিলা হিসাবে সাইকেল নিয়ে এই পথ অতিক্রম করার রেকর্ড রয়েছে প্রীতির ঝুলিতেই।
তাঁর সাইকেল চালাতেই আনন্দ। তাই, বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র। এমনটাই মনে করেন পুণের প্রীতি মাসকে।