ছোট বাইক দুর্ঘটনা নিয়ে বচসার জেরে দশেরার সকালে গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হল ২৫ বছরের এক মুসলমান যুবকের। উত্তরপ্রদেশের হাপুরের ঘটনা।
দশেরার উদযাপন চলছিল, ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে ঢাক্কা মারে মহম্মদ ইরশাদের বাইকটি, খুব বড় কোনও দুর্ঘটনা অবশ্য ঘটেনি।
Yash-Nusrat : যশ-নুসরতের বিজয়া দশমী, ছন্দে ছন্দে আগামীর শুভেচ্ছা যুগলের
মুহূর্তে জনরোষ তৈরি হয়। ইরশাদকে লক্ষ্য করে এগিয়ে আসে জনতা, মাটিতে ফেলে মারতে থাকে অনেকেই, তারই মধ্যে একজন পাথর দিয়ে ইরশাদের মাথায় আঘাত করে। গোটা ঘটনায় ৫ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের গ্রেফতার করা হবে খুব শিগগির।