ইতিহাস গড়ল নাগাল্যাণ্ড (Nagaland) । প্রথম মহিলা বিধায়ক পেল উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য (Nagaland First Women MLA) । জয়ী হেকানি জাখালু (Hekani Jakhalu) শাসকদল এনডিপিপি-র সদস্য । ১৯৬৩ সালে রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যাণ্ড ।
জানা গিয়েছে, হেকানি জাখালু পেশায় আইনজীবী এবং অধ্যাপক। সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। ‘নারী শক্তি পুরস্কার’-ও পেয়েছেন । এবার ডিমাপুর-৩ আসন থেকে লড়ে জয়ী হয়েছেন জাখালু ।
আরও পড়ুন, ECI: নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন প্রধানমন্ত্রী, থাকবেন বিরোধী দলের নেতা ও দেশের প্রধান বিচারপতিও
নাগাল্যান্ডের ক্ষমতায় ফিরছে এনডিপিপি – বিজেপি জোট । নাগাল্যাণ্ডে মহিলার ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক । রাজ্য-রাজনীতিতে খুব পরিচিত মুখও নন জাখালু। বিদেশে পড়াশোনা। দেশে ফিরে আইনজীবী হিসেবে নিজের পেশা শুরু করেন তিনি। এবার সক্রিয় রাজনীতিতেও দেখা যাবে জাখালুকে।