আজ দেশজুড়ে পালিত হচ্ছে হোলি(Holi 2022)। কাশী-বৃন্দাবন-মথুরা থেকে বাংলার শ্রীনিকেতন-শান্তিনিকেতন। রঙের এই উৎসব মিলিয়েছে আসমুদ্রহিমাচলকে। দীর্ঘ দু'বছর করোনা(Coronavirus) অতিমারীর দাপটে ঘরবন্দী থাকার পর এবার করোনার প্রকোপ একটু কমতেই রঙের উৎসবে মেতেছে মানুষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) হোলি ২০২২ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'আপনাদের সবাইকে হোলির অনেক শুভেচ্ছা। পারস্পরিক ভালোবাসা, স্নেহ ও ভ্রাতৃত্বের প্রতীক এই রঙের উৎসব আপনাদের জীবনে বয়ে আনুক আনন্দের রঙ।'
আরও পড়ুন- Holi 2022: রাজ্যজুড়ে পালিত রঙের উৎসব, সাধারণ মানুষ থেকে মন্ত্রী, বাদ গেলেন না কেউই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) টুইট করে দোলের শুভেচ্ছা জানান রাজ্য তথা দেশের মানুষকে। তিনি লেখেন, 'সবাইকে হোলির অনেক শুভেচ্ছা। রঙের উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি ও আনন্দ। বৈচিত্র্য, সৌহার্দ্য ও সমতার বার্তা আমাদের অনুপ্রাণিত করুক।'