দেশে বিভাজন ছড়ানোর চেষ্টা থেকে দেশবাসীকে সাবধান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে ভেঙে দেওয়ার অজুহাত খোঁজা হচ্ছে। মা ভারতীর সন্তানদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। শনিবার এনসিসির (NCC) এক সমাবেশ থেকে এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, গুজরাটে সাম্প্রদায়িক হিংসার ঘটনাকে ভিত্তি করে তৈরি বিবিসির তথ্যচিত্র প্রধানমন্ত্রীকেই (Narendra Modi) প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।
এদিন প্রধানমন্ত্রী মোদী জানান, ”দেশটাকে ভেঙে দেওয়ার বাহানা খুঁজছে ওরা। ছোট ছোট ইস্যু খুঁজে বের করে ভারত মাতার সন্তানদের মধ্যে শত্রুতা বাড়ানোর চেষ্টা হচ্ছে।” তবে এসব সত্ত্বেও যে ভারতবাসীর মনে বিভেদ সৃষ্টি সম্ভব নয়, সেকথাও জানান নরেন্দ্র মোদী(PM Narendra Modi)।
আরও পড়ুন- Pathaan : কেজিএফ, বাহুবলী-কে টেক্কা, ২০০ কোটির ঘরে দ্রুততম প্রবেশ 'পাঠান'-এর