সোমবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১২ তম কিস্তির টাকা পাঠালেন নরেন্দ্র মোদী। এদিন নয়াদিল্লিতে দু’দিনের পিএম-কিষাণ সম্মেলন ২০২২ এর উদ্বোধন কৃষকদের ২০০০ টাকা করে পাঠান নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন।
এই প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের নামে মোট ১৬ হাজার কোটি পাঠানোর পাশাপাশি, আরও কম দামে উন্নত মানের সার দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত মে মাসেই এই প্রকল্পের ১১তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- Manik Bhattacharya: ইডি হেফাজতে হঠাৎ অসুস্থ মানিক ভট্টাচার্য, নিয়ে যাওয়া হল হাসপাতালে
২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে প্রতি চার মাস অন্তর এই প্রকল্পে দেশের কৃষকরা ২ হাজার টাকা করে পেয়ে থাকেন।