বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না নরেন্দ্র মোদী(PM Narendra Modi)৷ সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্প সম্মেলনের(Bengal Global Business Summit 2022) আমন্ত্রণ পত্র বণ্টনের কাজ শুরু হয়েছে৷ সেই আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) নাম থাকলেও নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম৷
প্রধানমন্ত্রী এলে এই বাণিজ্য সম্মেলনের জৌলুস অনেকটাই বাড়ত, তা বলার অপেক্ষা রাখে না৷ কিন্তু প্রধানমন্ত্রী রাজ্য সরকারের আয়োজিত শিল্প সম্মেলনে এলে তা বঙ্গ বিজেপির(BJP West Bengal) কাছেই বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াত৷ কারণ এই শিল্প সম্মেলনের প্রকৃত সাফল্য নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপি(BJP)৷ এবারেও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার দিনই বীরভূমের দেউচা পাচামিতে(Deucha Pachami) গিয়ে কয়লা উত্তোলন প্রকল্পের বিরুদ্ধে অবস্থানকারীদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumder) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
আরও পড়ুন- West Bengal Job News: কর্মসংস্থানে দিশা দেখাবে বাংলা, সাড়ে ১১ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা
গত সপ্তাহের শেষ দিকেই প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এ বিষয়ে রাজ্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল৷ বিশেষ কারণবশত প্রধানমন্ত্রী রাজ্য সরকারের শিল্প সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না বলে সেই বার্তায় জানানো হয়েছিল৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আমন্ত্রণ পত্রে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ে উপদেষ্টা অমিত মিত্রের(Amit Mitra) নামও রয়েছে৷
প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল থেকে নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(Bengal Global Business Summit 2022) শুরু হওয়ার কথা৷ অনেকদিন আগে থেকেই এই সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল রাজ্য সরকার৷ সেই মতো কয়েকমাস আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে হাজির থাকার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন৷ কিন্তু শেষপর্যন্ত প্রধানমন্ত্রী আমন্ত্রণ রক্ষা করছেন না৷