টানা পাঁচ দিন দেশের দৈনিক কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। শুক্রবার মোট আক্রান্তের সংখ্যা ১১,১০৯। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, কোভিডে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার ৪.৪২ শতাংশ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় অবশ্য আগেই জানিয়েছিলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোন কারণ নেই।
দেশ জুড়ে আগামী আট থেকে দশ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও তার পর থেকে তা আবার কমতে শুরু করবে। স্বাস্থ্যকর্তাদেরও দাবি, আগামী মাসের গোড়া থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে। ।