আর্থিক তছরুপের মামলায় বুধবার বিকেলে রাজধানীর ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী আধিকারিকরা (National Herald) জানিয়েছেন, তাঁদের অনুমতি ছাড়া দফতর খোলা যাবে না।
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া (Sonia Gandhi) এবং রাহুল গান্ধীকে (Rahul Gandhi) মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তারপর একই দিনে হেরাল্ড হাউস ও প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস-এর সঙ্গে যুক্ত ১২টি জায়গায় হানা দিয়েছিলেন ইডির তদন্তকারীরা।
এই মামলায় রাহুলকে পাঁচ দিনে প্রায় ৫৫ ঘণ্টা সনিয়াকেও তিন দিনে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যে। ইডি-র দাবি, সনিয়া ও রাহুলকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।
সনিয়া ও রাহুলকে বার বার তলবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছেন কংগ্রেস নেতৃত্ব।