কেরলে সংবাদমাধ্যমের দফতরে বাম ছাত্র সংগঠন এসএফআই ও পুলিশের যৌথ তাণ্ডবের নিন্দা করল নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিট্যাল অ্যাসোসিয়েশন। সোমবার দিল্লি থেকে বিবৃতিতে এই ঘটনার নিন্দা করেছে এনবিডিএ। ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, কেরলের কোচি ও কোঝিকড়ে ঘটনায় সরাসরি সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে। এই ব্যাপারে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি এক যুবতীতে মাদক খাইয়ে যৌনহেনস্থা খবর তুলে এনেছিল মালয়ালম টেলিভিশন চ্যানেল এশিয়ানেট। এই খবরের প্রতিবাদে গত ৩ মার্চ তাদের কোচির দফতরে এসএফআইয়ের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ ওঠে। ওই একই দিনে কোঝিকড়ে সংবাদমাধ্যমের দফতরে তল্লাশি চালায় পুলিশ। বিবৃতিতে এনবিডিএ-এর অভিযোগ, এই ঘটনা প্রমাণ করে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।
এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দেওয়ার অনুরোধও করা হয়েছে নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিট্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।