মাত্র একমাস আগে NCERT-র নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে চার্লস ডারুইনের বিবর্তনের তত্ত্ব বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবার, দশম শ্রেণির বই থেকে বাদ পড়ল পর্যায় সারণী এবং গণতন্ত্রের মতো অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ও। NCERT-র পক্ষ থেকে বলা হয়, করোনাভাইরাস অতিমারির ফলে পড়ুয়াদের ওপর তৈরি হওয়া চাপ কমাতে পাঠ্যক্রমে বেশ কিছু কাটছাঁট প্রয়োজন ছিল। যদিও, পড়ুয়ারা এই অধ্যায়গুলি এখনও পড়তে পারবে। তবে, তার জন্য তাদের একাদশ বা দ্বাদশ শ্রেণিতে সংশ্লিষ্ট সাবজেক্টটি নিতে হবে।
NCERT-র বিজ্ঞানের পাঠ্যক্রম থেকে পর্যায় সারণী এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে গণতন্ত্র'র মতো গুরুত্বপূর্ণ বিষয়ের অধ্যায়গুলিকে পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে দেওয়ায় এক অংশের শিক্ষক-পড়ুয়াদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে জানাচ্ছে ওয়াকিবহালমহল।