ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর ক্লাস ১২-এর সিলেবাসে বড়সড় বদল আসতে চলেছে। এবার থেকে পলিটিক্যাল সায়েন্সের টেক্সবুকে থাকছে না বাবরি মসজিদ -এর নাম। তার পরিবর্তে ওই লেখা হয়েছে তিনটি গম্বুজ বিশিষ্ট একটি কাঠামো। এমনকি বাবরি মসজিদ প্রসঙ্গ আলোচনার জন্য এতদিন চারটি পৃষ্ঠা বরাদ্দ থাকলেও এবার থেকে মাত্র দুই পৃষ্ঠা বরাদ্দ করা হল।
NCERT-র নয়া পাঠ্যপুস্তকে বলা হয়েছে, অযোধ্যার ওই এলাকায় ছিল তিনটি গম্বুজ বিশিষ্ট একটি কাঠামো। যা ১৫২৮ সালে রামের জন্মস্থলে তৈরি করা হয়েছিল। হিন্দু ধর্মের প্রতীক ছিল ওই কাঠামোর দেওয়ালে এবং হিন্দু পুরাণের বিভিন্ন নিদর্শনও লক্ষ্য করা গিয়েছিল।
Read More- NCERT-র ক্লাস ১২-এর পাঠ্যপুস্তকে একাধিক পরিবর্তন, পুরোপুরি বাদ বাবরি মসজিদের নাম!
ইতিমধ্যে ক্লাস ১২-এর ওই পাঠ্যপুস্তক প্রকাশিত হয়েছে। অযোধ্যা প্রসঙ্গে বাদ দেওয়া হয়েছে BJP-র রথযাত্রা প্রসঙ্গ এবং করসেবকদের ভূমিকা।