গোয়ায় (Goa) কী শেষ পর্যন্ত পাওয়ার প্লে-এর সাক্ষী থাকবে ভারতীয় রাজনীতি।
রাজ্যে বিধানসভা ভোটের আগে মঙ্গলবার সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এনসিপি (Ncp) সুপ্রিমো শরদ পওয়ারের (Sarad Power) কথা থেকে। মুম্বইয়ে তিনি জানিয়েছেন, ‘‘গোয়ায় আসন্ন বিধানসভা ভোটের জন্য কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে কথা চলছে।’’ তা হলে কী গোয়ায় বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেস, এনসিপি-র সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নামতে চলেছে তৃণমূলও? পওয়ারের মন্তব্যের পর এ নিয়েই জল্পনা শুরু রাজনৈতিক মহলে।
আরও পড়ুন : Goa Tmc : গোয়ার মন জিততে নতুন গানে প্রচার শুরু তৃণমূলের
আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোট। তার আগে এদিন মুম্বইয়ে পওয়ার বলেন, ‘‘আসন্ন গোয়া বিধানসভার ভোটে জোট বেঁধে চলার জন্য কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে কথা বলছি। আমরা আমাদের পছন্দের আসনের তালিকা দিয়েছি। কয়েক দিনের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে। গোয়ার মানুষ বিজেপি-র শাসনে অতিষ্ঠ। এ বার বদল দরকার।’’
তাঁর এই মন্তব্যের পরই গোয়ায় বিজেপি-র বিরুদ্ধে মহাজোটের জল্পনায় ইন্ধন পড়েছে। যদিও কংগ্রেস এমন কোনও আলোচনার কথা প্রকাশ্যে মানতে চায়নি।