বিপুল ভোটে জিতে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তিনিই দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।
সরকারি দফতরে করণিক, স্কুল শিক্ষিকা, কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী, রাজ্যপাল থেকে দেশের রাষ্ট্রপতি হয়ে নিজের কর্মজীবনের একটা বৃত্ত পূরণ করলেন দ্রৌপদী মুর্মু।
প্রথম থেকেই বিজেপি দ্রৌপদীকে ‘প্রথম আদিবাসী রাষ্ট্রপতি’ হিসাবেই তুলে ধরতে চেয়েছে। সেই চাওয়ার জয় মিলল বৃহস্পতিবার। ভোট গণনা শেষ হওয়ার বেশ আগেই প্রয়োজনীয় ভোটমূল্য পেয়ে যান দ্রৌপদী। ৬৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
Asia Cup: শ্রীলঙ্কা থেকে সরছে এশিয়া কাপ, হবে আরব আমিরশাহিতে, জানালেন সৌরভ
রাষ্ট্রপতি হিসাবে জয়ের জন্য ৫,৪০,৯৯৬ ভোটের প্রয়োজন ছিল। দ্রৌপদী তৃতীয় রাউন্ড গণনার পরেই তা পেরিয়ে যান। সব রাউন্ডের গণনার শেষে দ্রৌপদী ৬,৭৩,৮০৩ মূল্যের ভোট। যশবন্ত পেয়েছেন ৩,৮০,১৭৭ মূল্যের ভোট।
বৃহস্পতিবার ভোট গণনার শুরুতেই দেখা যায় ১৫ জন সাংসদের ভোট বাতিল হয়েছে। দ্রৌপদীর পক্ষে পড়ে ৫৪০ জন সাংসদের ভোট। প্রতিদ্বন্দ্বী যশবন্ত পান ২২৮টি।
আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। ২৫ জুলাই শপথ নেবেন দ্রৌপদী।