ব্রা-এ হুক ধাতব হওয়ায় মেটাল ডিটেক্টরে ‘বিপ’ শব্দ হচ্ছিল ।অভিযোগ এই কারণে পরীক্ষায় বসার আগে ছাত্রীদের ব্রা খুলতে বাধ্য করা হয়েছে। জানা গিয়েছে, কেরলের কোল্লাম জেলায় (Kollam, Kerala) ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট(NEET Exam 2022) চলাকালীন এই ঘটনা ঘটেছে।
অভিযোগ, পুরুষ পরীক্ষক এবং অন্য ছাত্রদের সামনে মহিলা নিরাপত্তাকর্মীরা ছাত্রীদের বাধ্য করেন ব্রা খুলে স্টোর রুমে রাখতে ।
মঙ্গলবার কেরালা পুলিশ এক অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা অর্থাৎ কোনও মহিলাকে হেনস্থা করা বা করার চেষ্টা এবং ৫০৯ অর্থাৎ কোনও মহিলার শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে, কোনও ভাষা প্রয়োগ, কোনও শব্দ বা অঙ্গভঙ্গি, বস্তু প্রদর্শন করে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা এই দুই ধারায় মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে শহরে একাধিক স্কুলে ছুটি ঘোষণা
কেরালার মানবাধিকার কমিশন এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। কোল্লাম জেলার এসপির কাছে ১৫ দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন
ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির ( NTA) -এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কেরলের উচ্চশিক্ষামন্ত্রী আর বিন্দু। টুইটারে তিনি লিখেছেন, ‘‘এজেন্সির দিক থেকে এটা বিরাট বড় গাফিলতি। চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা।’
এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠিও লিখেছেন বিন্দু। চিঠিতে তিনি যে সংস্থা ওই কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থার গ্রহণের দাবি তুলেছেন।