সর্বভারতীয় স্তরে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ২০২২ (NEET UG 2022)-এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দিয়েছে এনটিএ (NTA) । মঙ্গলবার সকাল ১১.৩০ টা থেকে অ্যাডমিট কার্ড (NEET 2022 Admit Card) দেওয়া শুরু হয়েছে । নিটের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in থেকে তা ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
কীভাবে নিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ?
আরও পড়ুন, Govt Job Recruitment 2022: উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে ৬টি শূন্যপদ, জেনে নিন কীভাবে করবেন আবেদন
সোমবারই অ্যাডমিট কার্ড ও পরীক্ষা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছিল এনটিএ । সেখানেই জানানো হয়, মঙ্গলবার থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে । এনটিএ-এর তরফে জানানো হয়েছে, আগামী ১৭ জুলাই দুপুর ২টো থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে । পেন ও পেপারেই পরীক্ষা হবে । মোট ১৮,৭২,৩৪১ জন পড়ুয়া পরীক্ষা দিতে চলেছেন ।