রাজস্থানের কোটায় ফের এক পড়ুয়া ঝুলন্ত দেহ উদ্ধার । গত ৪৮ ঘণ্টায় আরও একটা মৃত্যু । মৃতের নাম ভরত কুমার রাজপুত। হস্টেলের রুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে । জানা গিয়েছে, নিট পরীক্ষা দিয়েছিলেন দু'বার । সফল হননি । তৃতীয়বার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । কিন্তু, শেষপর্যন্ত পরীক্ষা আর দেওয়া হল না । তার আগেই হার মানলেন । জানুয়ারি থেকে কোটায় এই নিয়ে প্রায় ৯টি এমন মর্মান্তিক ঘটনা ঘটল । ২০২৩ সাল থেকে কোচিং হাবে ছাত্র আত্মহত্যার সংখ্যা ২৬-এ দাঁড়িয়েছে।
রাজীব গান্ধি নগরের একটি হস্টেলে থাকতেন ওই পড়ুয়া । গত এক বছর ধরে মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । পুলিশ জানিয়েছে, ভরতের সঙ্গে রোহিত নামে এক আত্মীয়ও একই রুমে থাকতেন । জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ রোহিত কিছুক্ষণের জন্য বাইরে যান । রুমে ফিরেই ভরতের ঝুলন্ত দেহ উদ্ধার করেন তিনি ।
পুলিশ সূত্রে খবর, হস্টেলের রুম থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয় । সেখানে লেখা ছিল, 'সরি বাবা, আমি এই বছরও পারলাম না'। ৫ মে নিট পরীক্ষা । এই নিয়ে তৃতীয়বার পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন ভরত । পুলিশের প্রাথমিক অনুমান, চাপ সহ্য করতে না পেরেই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।