১৩ জুন রাতে প্রকাশিত হল NEET UG 2023-এর ফলাফল। পরীক্ষার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-তে ফল দেখতে পারবে। শীঘ্রই পড়ুয়ারা সংশ্লিষ্ট ওয়েবসাইটে রোল নম্বর কিংবা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নম্বর দেখতে পাবে।
৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়ে সারা ভারতের নিটের তালিকার শীর্ষে রয়েছেন তামিলনাড়ু্র পবঞ্জন যে এবং অন্ধ্রপ্রদেশের বোরা বরুণ চক্রবর্তী।
বিভাগ অনুযায়ী কাট অফ নম্বরও প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা ডিজিলকারেও রেজাল্ট দেখতে পারবে। কাউন্সেলিংয়ের সময়সূচী প্রকাশ করা হবে খুব শিগগির।