কিটক্যাটের মোড়কে (KitKat packs controversy) জগন্নাথ, বলরাম আর সুভদ্রার ছবি থাকায় তীব্র বিতর্ক শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়(Social Media)। বৃহস্পতিবার নেসলে ইন্ডিয়া (Nestle India) একটি বিবৃতি দিয়ে জানাল যে, তারা ‘ইতিমধ্যেই ওই মোড়ককে বাজার থেকে তুলে নিয়েছে’।
উল্লেখ্য, সংশ্লিষ্ট মোড়কটি (KitKat packs controversy) বাজারে আসার পরেই ক্রেতাদের তীব্র রোষের মুখে পড়তে হয়েছিল সংস্থাকে। একাধিক ক্রেতার অভিযোগ ছিল, কিটক্যাটের মোড়কে দেবতাদের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
সংস্থাটি আক্ষেপ প্রকাশ করে জানায়, গত বছরেই ওই ধরনের সমস্ত মোড়ক (KitKat packs controversy) তারা বাজার থেকে সরিয়ে নিয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানীয় জায়গার স্বাতন্ত্র্যকে তুলে ধরার উদ্দেশ্যেই এই বিশেষ ধরনের ট্র্যাভেল প্যাকস বা ভ্রমণ মোড়ক (KitKat packs controversy) বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নেসলে জানিয়েছে, মোড়কে ‘পটচিত্র’-এর ছবি দিয়ে তারা ওড়িশার সংস্কৃতিকে উদযাপন করতে চেয়েছিল।