আবগারি নীতি তুলে নেওয়ার সিদ্ধান্ত দিল্লি সরকারের (Delhi Government)। মদ-সরবরাহকারী ও বিক্রেতাদের অসন্তোষের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আম আদমি সরকার (AAP)। যার ফলে দিল্লিতে আগামী কয়েক সপ্তাহে মদের সরবরাহ ও জোগানে প্রবল ঘাটতি দেখা দিতে পারে। বাড়তে পারে মদের দামও। এই নয়া আবগারি নীতি তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরই দিল্লির বিভিন্ন মদের দোকানে সুরাপ্রেমীদের বিরাট লাইন চোখে পড়েছে। আবগারি নীতি বন্ধ হয়ে গেলে দিল্লিতে ৪৫০ মদের দোকান বন্ধ হয়ে যেতে পারে। কবে সেই দোকানগুলি খুলবে, তা জানা যায়নি।
দোকান বন্ধ হলে রাজধানীতে আগামী কয়েকদিন মদ সংকট বিরাট আকার ধারণ করতে পারে। শুধু মদের দোকানই নয়, এর প্রভাব পড়তে পারে দিল্লির ক্লাব, বার, রেস্তরাঁ, পাইকারি হারি মদের দোকানেও। তার ফলে দিল্লি এনসিআরের অন্তর্গত বার ও রেস্তরাঁতেও মদের ঘাটতি থাকবে। সুরাপ্রেমীদের মদ পেতে ভরসা এনসিআরের (NCR) নয়ডা, গুরুগ্রামের মতো অঞ্চলগুলিতে। উত্তরপ্রদেশ ও হরিয়ানাতে মদের দাম রাজধানী দিল্লির থেকে সামান্য হলেও বেশি। মদের দোকান, হোটেল, বারের লাইসেন্সের মেয়াদ একমাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন রাজ্যপাল ভি কে সাক্সেনা।
আরও পড়ুন: দিল্লিতে অমিতের সঙ্গে কথা, ১০০ তৃণমূল নেতার নাম জমা দেওয়ার দাবি শুভেন্দুর
সুরাপ্রেমী, যারা ক্লাব, বার, রেস্তোরাঁতে মদ বা ককটেল দিয়ে গলা ভেজাতে পছন্দ করেন, তাঁদের মাথায় বাড়তি খরচের বোঝা চাপতে পারে। আগামী কয়েকমাস ধরে এই সমস্যা চলবে। মদের দোকান খোলা নিয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত অবধি বঞ্চিত থাকতে হবে সুরাপ্রেমীদের। আগামী ৫-৬ মাস এই সমস্যা চলতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু সুরাপ্রেমীদের অনেকের ধারণা, সরকার নিশ্চয় কোনও বিকল্প ব্যবস্থা নেবে।