পয়লা জানুয়ারি থেকে আরও কড়া নিয়ম কার্যকরী হল পুরীর জগন্নাথ ধামে। মন্দিরে প্রবেশের জন্য ভক্তদের ‘শালীন পোশাক’ পরতে হবে, এমনটাই নির্দেশিকা দিয়ে জানিয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ড।
হাফ-প্যান্ট, ছেঁড়া জিন্স, স্কার্ট এবং স্লিভলেস পোশাক পরে মন্দিরে ঢোকার অনুমতি নেই। নতুন নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পুরুষভক্তদের অনেকেই ধুতি-গামছা পরে মন্দিরে প্রবেশ করেছেন , মহিলাদের পরনে শাড়ি-সালোয়ার।
Khadaan Teaser: কয়লা মাফিয়া দেব! ইধিকার সঙ্গে জুটি বেঁধে এই বছরেই আসছে 'খাদান', প্রকাশ্যে টিজার
শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) হোটেলগুলিকে পর্যটকদের ড্রেস কোড সম্পর্কে সচেতন করতে বলেছে কারণ বেশিরভাগ ভক্ত সেখান থেকে মন্দিরে আসেন। মন্দিরের ভিতরে গুটখা এবং পান চিবানো নিষেধ।