মহুয়া বিতর্কের মধ্যে ফের নিয়মে বদল আসছে সংসদে। এবার প্রশ্নোত্তর পর্বে বদল আনার বিষয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এবার থেকে আপ্ত সহায়ক বা অন্য কেউ নয়, সাংসদে যে প্রশ্ন করতে চান তা তাঁকে নিজেকেই সেই প্রশ্ন টাইপ করতে হবে। শীতকালীন অধিবেশনেই এই নিয়ম লাগু হতে চলেছে।
লোকসভার অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড অন্যকে দেওয়ার অভিযোগও ওঠে মহুয়ার বিরুদ্ধে। সূত্রের খবর, প্রশ্ন টাইপ করার জন্যই ক্রেডিনশিয়াল অন্যকে দিয়েছিলেন বলে জানিয়েছেন মহুয়া। তারপরেই লোকসভায় নয়া নিয়ম লাগু হতে চলেছে বলে ধারণা।
পাশাপাশি টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। লোকসভার এথিক্স কমিটি একটি রিপোর্ট তৈরি করে স্পিকারের কাছে জমাও করেছে। সেখানে মহুয়ার সাংসদ পদ অপসারণের সুপারিশ করা হয়েছে।