সোনা কেনার নিয়মে বড় বদল। হলমার্ক (Gold Hallmark) ছাড়া আর সোনার গয়না (Gold Price) কেনা যাবে না। নকল সোনা কেনা-বেচা রুখতেই এই নির্দেশ দিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ।
উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ৩১ মার্চের পর এই নিয়ম বলবৎ হবে। ৬ অঙ্কের হলমার্ক আইডেন্টিফিকেশন ছাড়া কোনও গয়না কেনা যাবে না। পাশাপাশি এই কোড ছাড়া গয়না বিক্রিও করতে পারবেন না দোকানদার। নতুন নিয়মে বলা হয়েছে. সোনা কেনাবেচার ক্ষেত্রে ৬ অঙ্কের আলফানিউমেরিক নম্বর থাকবে। সোনার গয়না কেনার ক্ষেত্রে যে ৪ অঙ্কের নম্বর ছিল, তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরও পড়ুন: রবিবারে ক্রেতাদের স্বস্তি, কলকাতায় কত দরে বিকোচ্ছে সোনা-রুপো?
সোনার গুণগত মান ও ধাতু আসল কিনা, তা নিয়েই দেশজুড়ে হলমার্ক চালু করেছিল কেন্দ্র। ৬ অঙ্কের হলমার্কের বিভ্রান্তি রুখতেই এই সিদ্ধান্ত। ক্রেতা, বিক্রেতা দুই পক্ষই কোনও নির্দিষ্ট গয়নার পিছনে ছয় অঙ্কের নম্বর দেখে সোনার গুণগত মান যাচাই করতে পারবেন।