ভারতে হানা দিয়েছে ওমিক্রনের নয়া প্রজাতি (Omicron New Variant) BA 2.75। এমনই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এই প্রজাতির কতটা প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখছে WHO। জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস।
গত এক মাস ধরে দেশে ফের কোভিড সংক্রমণ বাড়ছে। রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সম্প্রতি ইজরায়েলের এক বিজ্ঞানী দাবি করেন, ভারতের ১০ রাজ্যে কোভিডের এই নয়া প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে। এই তালিকায় ছিল বাংলাও। তাই WHO এই তথ্য জানানোর পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, ভাইরাসের প্রকোপ বাড়লেও গোটা দেশেই কোভিড বিধি নিয়ে আর সেই কড়াকড়ি নেই। যার ফল হতে পারে ভয়ঙ্কর।
আরও পড়ুন: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৮,৯৩০ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ জনের
কোভিডের নতুন সংক্রমণ নিয়ে WHO -এর প্রধান জানিয়েছেন, "গত ২ সপ্তাহে বিশ্বে সংক্রমণ ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও আমেরিকায় BA 4 ও BA5-এর সংক্রমণ হয়েছে। ভারতে BA 2.75 উপপ্রজাতির সন্থান পাওয়া গিয়েছে।" ওমিক্রনের এই উপপ্রজাতির মধ্যে BA 4 ও BA5-এর প্রকোপ বাড়ছে।